-
1) আইলের দ্বারা পরিবেষ্টিত বাসস্থানই হচ্ছে গোপালপুর।
2) ভূমি গঠনের প্রাক্কালে বাঁশ পুঁতে আইল নির্ধারণের কারণেই গোপালপুর।
3) জমির আইল উঁচু করে পানি সংরক্ষণের মাধ্যম শস্য উৎপাদনের প্রক্রিয়া থেকেই গোপালপুর।
এসব উঁচু আইল বর্ষায়ও ভাসমান বলে প্রতীয়মান হয়। তাই ভাসা আইল থেকে গোপালপুর।
4) পার্শ্ববর্তী পাহাড়ী অঞ্চলের বাঁশ আর নিম্নাঞ্চলের শালি ধান মিলে গিয়ে গোপালপুর।
5) সুলতানী বা বাদশাহী আমলে জমির পত্তন গ্রহিতার নাম অনুসারে স্থানেরও নামকরণ হতো । যেমনঃ সাকের আলী নাম অনুসারে সাকরাইল, ঘটু মিয়ার নাম অনুসারে ঘাটাইল, তেমনি বাশী মন্ডলের নাম অনুসারে গোপালপুর।
6) নদী প্রভাবিত এ অঞ্চলের নামের আড়ালে লুকিয়ে থাকতে পারে বংশী নদী। বংশী নদীর আইল>বংশাইল> গোপালপুর। নদী আবহমান বাংলার মানুষকে সঞ্জীবনী সুধা যোগান দিয়ে করে তুলেছে মৃত্যুঞ্জয়ী। মানুষও নদীর প্রতি কৃতজ্ঞতা বশে তাদের পরম সুখের আবাস ভূমির নামের সাথে সতত সঞ্চরণশীল বংশী নদীটির নামটি অদৃশ্য সূতায় গ্রথিত করে এলাকার নামকরণ করেছে গোপালপুর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS