ইহা একটি সেকেন্ডারী লেভেল হাসপাতাল । এই হাসপাতালটি গোপালপুর উপজেলা সদরেঅবস্থিত । সম্পূর্ন হাসপাতালে ৫টি বিভাগ রয়েছে যথা- বহির্বিভাগ, অমত্ম:বিভাগ, জরুরী বিভাগ, পরীক্ষা নিরীক্ষা বিভাগ এবং রক্ত পরিসঞ্চালনবিভাগ। অমত্ম: বিভাগে ৯টি ওয়ার্ড রয়েছে । ২৫০ শয্যার বিভাজন নিম্নরূপ:মেডিসিন এর জন্য ৬১টি , সার্জারীর জন্য ৬০টি , গাইনীর জন্য ৪৮টি, শিশুদেরজন্য ৩৩টি, অর্থোপেডিক্স এর জন্য ১৬টি ডায়রিয়ার জন্য ১৬টি। এছাড়াও ১৬টিক্যাবিন সকল বিভাগের রোগীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। সবগুলো বেডের মধ্যে১৭৫টি নন-পেয়িং, এব পেয়িং ১৬টি ক্যাবিন ও ৫৯টি পেয়িং বেড রয়েছে। এখানে২০টি বিশেষজ্ঞ চিকিৎসকের পদ সহ সর্বমোট ৪৯ জন চিকিৎসকের মঞ্জুরীকৃত পদরয়েছে । তন্মধ্যে মাত্র ২৪জন বিভিন্ন পর্যায়ের চিকিৎসক কর্মরত আছেন। বাকী২৫টি পদ শূন্য। এই প্রতিষ্ঠানে উপজেলা হাসপাতাল ও তদনিম্ন স্বাস্থ্যপ্রতিষ্ঠান হতে রেফার্ড রোগীসহ সরাসরি রোগীদেরকে উন্নত্তর চিকিৎসা প্রদানকরা হয়ে থাকে। বহির্বিভাগে সাপ্তাহিক ও বিশেষ ছুটির দিন ব্যাতিরেকে দৈনিকপ্রায় ৭০০-৮০০ জন রোগীকে চিকিৎসা দেয়া হয় । জরুরী বিভাগ, রক্ত পরিসঞ্চালনবিভাগ এবং অমত্ম: বিভাগ সার্বক্ষনিক খোলা থাকে। সরকার কর্তৃক নির্ধারিত ফিপ্রদান সাপেক্ষে এখানে নিম্নোক্ত পরীক্ষাদি করানোর ব্যবস্থা রয়েছে-এক্স-রে, ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, রক্ত, মল মূত্র ইত্যাদি ।
অপারেশনঃ-৩টি অপারেশন থিয়েটারে প্রতিদিন গড়ে ১১টি করে মেজর অপারেশন এবং২৫টি করে মাইনর অপারেশন সম্পন্ন হচ্ছে । এখানে অপেক্ষাকৃত জটিল অপারেশনছাড়া অন্যান্য সকল প্রায় সকল ধরনের অপারেশনের ব্যবস্থা রয়েছে । অপেক্ষাকৃতজটিল রোগীর অপারেশনের জন্য টারসিয়ারী লেভেল হাসপাতালে রেফার্ড করা হয় ।
সংশ্লিষ্ট নস্বরে ফোন এবং ইমেইল-এর মাধ্যমে পূর্নাংগ তথ্য জেনে নেয়াযেতে পারে ।
যে কোন জরুরী স্বাস্থ্য সমস্যা হলে উল্লেখিত মোবাইল নম্বরে ফোন করেজরুরী স্বাস্থ্য সেবা নিতে পারবে এই হাসপাতালে যেসকল সুবিধাদি রয়েছে সেগুলোহচ্ছে- এ্যাম্বুলেন্স,আল্ট্রাসনোগ্রাম,ইসিজি, এক্স-রে,ল্যাপারোস্কোপি, ইনফিউশন পাম্প, পোর্টাবল ডিজিটাল কার্ডিয়াক মনিটর, কলপসকপি সেট(ভায়া টেস্টএর জন্য) এনালাইজার পালস অক্সিমিটার ইত্যাদি। টিকেট, ক্যাবিন, পেয়িংবেড,এ্যাম্বুলেন্স এবং বিভিন্ন পরীক্ষ-নিরীক্ষার মাধ্যমে এখানে বছরে প্রায়৭০ লক্ষ টাকার রেভিনিউ আদায় করা সম্ভব হচ্ছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস